আপনি চাইলে আপনার হাতের মোবাইল ব্যবহার করেও টাকা ইনকাম করতে পারবেন। বিশাল মোবাইল ব্যবহার কারীকে টার্গেট করে বেশ কিছু কোম্পানি কিছু সাইট বা অ্যাপ তৈরি করেছে। যে গুলোতে কাজ মোটামোটি সহজ এবং মোবাইল দিয়ে করা যাবে এই রকম।
এই সাইট গুলোতে আপনি বিনামুল্য একাউন্ট করে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। সেই টাকা আবার বিকাশ বা মোবাইল ব্যাংকিং সাইট গুলোতে নিয়ে আসতে পারবেন। আপনার মনে হয়তো বিশ্বাস নাও হতে পারে যে এই সাইট গুলো থেকে কাজ করে টাকা ইনকাম করা যাবে। কিন্তু আপনি কাজ করলে সত্যি সত্যি টাকা পেমেন্ট পাবেন। কারন আমি যে সাইট গুলোর কথা বলবো আপনাকে সেই সাইট গুলোতে আমি কাজ করে পেমেন্ট পেয়েছি।
এই সাইট গুলোতে এমন কাজ গুলো দেওয়া হয়ে থাকে যে কাজ গুলো মোবাইল ব্যবহার করেই করা যায়। যেমনঃ ইউটিউবে ভিডিও দেখা, ইউটিউব চ্যানেল সাব করা, ফেইজবুকে লাইক করা, পেইজ ফলো করা, জিমেইল খোলা, ওয়েবসাইট ভিজিট সহ এই রকম আরো বেশ অনেক গুলো কাজ করে এই সাইট গুলো থেকে টাকা ইনকাম করতে পারবেন।
মোবাইলে ইনকাম করার সেরা ৫টি সাইটের তালিকাঃ
- Microworkers.com
- Rapidworkers.com
- Picoworker.com
- Microworkjobs.com
- Workmatejobs.com
১. Microworkers.com
আমার দেখা মোবাইল ইনকাম করার জন্য সবচেয়ে জনপ্রিয় সাইট হলো মাইক্রোওয়াকাস। এই সাইটটির সবচেয়ে জনপ্রিয় কাজ হলো ডাটা এন্টি । মোবাইল ব্যবহার করে কাজ করা যায় এই রকম কাজ গুলোর মাঝে সবচেয়ে জনপ্রিয় কাজ ডাটা এন্টি।
আপনি ডাটা এন্টির মতো আরো বেশ কিছু কাজ করে মোটামোটি ভাল পরিমান টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি প্রতিদিন 2-3 ঘন্টা সময় দিতে পারেন তাহলে মোটামোটি 100 টাকার আশে পাশে ইনকাম করতে পারবেন। আর এই সাইট গুলোতে কাজ থাকে সেই কাজ গুলো খুব একটা কঠিন নয় । প্রায় সকল কাজই মোবাইল ফেন্ডলি। এই জন্য আপনি এই কাজ গুলো করে চাইলেই ভালো পরিমান টাকা ইনকাম করতে পারবেন।
মাইক্রোওয়াকার এই কিছু বৈশিষ্ট্য –
- বিনামূল্য একাউন্ট করতে পারবেন।
- ডাটা এন্টি করে ইনকাম।
- মাত্র 5 ডলার হলেই উইদ্র ।
২. Rapidworker.com
আপনি যদি অনেক রকমের কাজ করে টাকা ইনকাম করতে চান তাহলে আপনার জন্য সবচেয়ে ভাল আরেকটি সাইট হতে পারে রেপিট ওয়াকাস। এই সাইটেও আপনি প্রতিদিন কয়েক ঘন্টা কাজ করে অনেক ভাল পরিমান টাকা ইনকাম করতে পারবেন।
এই সাইট এ একটা ভাল সুবিধা হলো এই সাইটে সব সময় কাজ থাকে। এই সাইট এই কাজ গুলো করে আপনি মোটামোটি ভাল পরিমান টাকা ইনকাম করতে পারবেন। এই সাইটে কাজ করলে আপনার ব্যালেন্স যখন 8 ডলার এর বেশি হয়ে যাবে তখন সেই টাকা পেপাল এর মাঝে নিতে পারবেন।
রেপিট ওয়াকার এই কিছু বৈশিষ্ট্য –
- বিনামূল্য একাউন্ট করতে পারবেন।
- প্রতিদিন দুই শতাধিক কাজ থাকে।
- মাত্র ৮ ডলার হলেই উইদ্র ।
৩. Picoworkers.com
মোবাইল দিয়ে কাজ করার জন্য জনপ্রিয় আরেকটি সাইট হলো পিকো । এই সাইটেও আপনি কাজ করে ভাল পরিমান টাকা ইনকাম করতে পারবেন। এই সাইটেও প্রতিদিন প্রায় 60 টার মতো কাজ থাকে। যে কাজ গুলো করে আপনি 100-200 টাকার মতো ইনকাম করতে পারবেন।
এই সাইটে ওয়েবসাইট ভিজিট এর কাজটি সব সময় পাওয়া যায়। যে কাজ গুলো করে আপনি ভাল পরিমান টাকা ইনকাম করতে পারবেন। পিকো সাইটেও আপনি মাত্র 5 ডলার হলে সেই টাকা তুলতে পারবেন।
পিকোওয়াকার এই কিছু বৈশিষ্ট্য –
- বিনামূল্য একাউন্ট করতে পারবেন।
- ওয়েবসাইট ভিজিট কাজটির জন্য জনপ্রিয়।
- মাত্র ৫ ডলার হলেই উইদ্র ।
৪. Microworkjob.com
এই সাইটটি বাংলাদেশি একটা ইনকামিং জনপ্রিয় সাইট । যেটাতে আপনি কাজ করে সরাসরি টাকা বিকাশে রকেটে বা নগদে নিয়ে নিতে পারবেন। এই সাইটিতে যে কাজ গুলো থাকে সেই সকল কাজ গুলো একদম সহজ কাজ।
কিন্তু সমস্যা হলো দেশি সাইটে পেমেন্ট করে কম। আপনি আগের তিনটা সাইটে যে কাজ গুলো করে বেশ ভাল পরিমান টাকা তুলতে পারবেন এই সাইটে আপনি এই কাজ গুলো করে সেই পরিমান টাকা তুলতে পারবেন না। আর এই সাইট এর আরেকটা সুবিধা হলে মাত্র দুই ডলার হয়েই সেই টাকা বিকাশে নিতে পারবেন।
মাইক্রোওয়াকজব এই কিছু বৈশিষ্ট্য –
- বিনামূল্য একাউন্ট করতে পারবেন ।
- বিকাশে নগদে বা রকেটে উইদ্র।
- মাত্র 2 ডলার হলেই উইদ্র ।
৫. Workmatejob.com
আগের সাইটির মতো এই সাইটিও একটা বাংলাদেশি সাইট যেটাতে কাজ করে আপনি ভাল পরিমান টাকা ইনকাম করতে পারবেন। এই সাইটিকে মাইক্রো ওয়াকজব সাইটের মামাতো ভাই বলতে পারবেন। কারন এই সাইটেও কাজ করার পরে আপনি মাত্র 2 ডলার হলেও টাকা বিকাশে নগদে বা রকেটে নিতে পারবেন।
এই সাইটেও যে কাজ গুলো থাকে সেই সকল কাজ খুবই সহজ কাজ। যে কাজ গুলো করে আপনি ভাল পরিমান টাকা তুলতে পারবেন। তবে এই সাইট গুলো থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে একটু বেশি পরিমান সময় দিতে হবে।
ওয়াকমেইডজব এই কিছু বৈশিষ্ট্য –
- বিনামূল্য একাউন্ট করতে পারবেন ।
- বিকাশে নগদে বা রকেটে উইদ্র।
- মাত্র 2 ডলার হলেই উইদ্র ।
শেষ কথাঃ
আজকে যে সাইট গুলোর কথা বললাম এই সকল সাইটে আপনি পেমেন্ট পাবেন সেটার গেরান্টি আমি নিজে। কারন এই সাইট গুলোতে কাজ করে আমি নিজেই পেমেন্ট পেয়েছি। আর আরেকটা সুবিধা হলো এই সাইট প্রতিটা সাইটে আপনি চাইলে একই মোবাইলে কাজ করতে পারবেন।
আর এই সাইট গুলোতে কাজ করার পরে সেই টাকা গুলো খুব সহজেই মোবাইল ব্যাংকিং সাইট গুলোতে নিয়ে আসতে পারবেন। আপনি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করবেন। ধন্যবাদ এতোক্ষন সাথে থাকার জন্য।